How to Find Us?


নীলক্ষেত থেকে বিদ্যাবাড়ি
নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “মুক্তি ও গণতন্ত্র” তোরণের দিকে আসতে হবে, সেখানে হাতের বাম দিকে নিউমার্কেট থানা অবস্থিত এবং থানার পাশে গাউসুল আজম সুপার মার্কেট অবস্থিত; যার পাশে একটি সরু গলি রয়েছে। সেই সরু গলির একদম শেষ প্রান্তে “বৃহত্তর যশোর সমিতি” নামে একটি ৭তলা ভবন রয়েছে। উক্ত ভবনটির নীচতলা, ৫ম,৬ষ্ঠ ও ৭ম তলা জুড়ে বিদ্যাবাড়ির কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নীচতলায় ভবনের প্রবেশ পথেই রয়েছে বিদ্যাবাড়ির আগত অতিথিদের অভ্যর্থনা কক্ষ বা রিসিপশন রুম। উক্ত রুমে বিদ্যাবাড়ির একজন প্রতিনিধি রয়েছেন যিনি আপনাকে অভ্যর্থনা জানিয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

কাটাবন থেকে বিদ্যাবাড়ি
কাটাবন মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “মুক্তি ও গণতন্ত্র” তোরণের দিকে আসতে হবে,আসার পথে তোরণের একদম কাছাকাছি হাতের ডানে NAPD, ICMAB, নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেল ও BTCL ভবন দেখতে পাবেন। নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেল ও BTCL ভবনের পাশে “গাউসুল আজম সুপার মার্কেট” সংলগ্ন একটি সরু গলি রয়েছে। সেই সরু গলির একদম শেষ প্রান্তে “বৃহত্তর যশোর সমিতি” নামে একটি ৭তলা ভবন রয়েছে। উক্ত ভবনটির নীচতলা, ৫ম,৬ষ্ঠ ও ৭ম তলা জুড়ে বিদ্যাবাড়ির কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

ফেসবুক পেইজ
বিদ্যাবাড়ির সকল কর্মকান্ডের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার জন্য নিম্নোক্ত বাটনে ক্লিক করুন।


ইউটিউব চ্যানেল
বিদ্যাবাড়ির সকল ফ্রি কার্যক্রমের সাথে যুক্ত থাকতে নিম্নোক্ত বাটনে ক্লিক করুন।

অভিযোগ বক্স